বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

কুমিল্লা সীমান্তে বিএসএফ-এর মারধরে যুবক আহত, মানব পাচারে জড়িতের অভিযোগ

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Youth injured in BSF beating at Comilla border, accused of involvement in human trafficking
কুমিল্লা সীমান্তে বিএসএফ-এর মারধরে যুবক আহত, মানব পাচারে জড়িতের অভিযোগ/ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বন্দুকের নলের আঘাতে সফিক (২৯) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সফিক সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পিবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলার খারেরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবু বক্কর সিদ্দিক।

ঘটনাটি ঘটেছে উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা সীমান্তের ৭০ নম্বর পিলার সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের ওই এলাকায় ৫-৬ জন নারী-পুরুষ মানবপাচারকারীদের সহায়তায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও সফিক ভারতীয় জঙ্গলে লুকিয়ে থাকেন।

পরে বিএসএফ সদস্যরা তাকে আটক করেন এবং বন্দুকের নল দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে ব্যাপক আঘাত করেন, যার ফলে তিনি গুরুতর আহত হন। আঘাতের পর তাকে ছেড়ে দেওয়া হয়। সকাল ৯টার দিকে স্থানীয় মানবপাচারকারী মারুফ ও তার সহযোগীরা সফিককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিজিবি সূত্র জানিয়েছে, অভিযুক্ত মানবপাচারকারীদের বিরুদ্ধে থানায় ও বিজিবির দপ্তরে মানবপাচারসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে বাকশীমূল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জামসেদ চৌধুরী চিহ্নিত মানবপাচারকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়াও ঘটনাটি সম্পর্কে অবগত বলে জানান এবং বিস্তারিত তথ্যের জন্য বিজিবির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

খারেরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। সরেজমিনে যাচাই করে এর সত্যতাও পেয়েছি। মানবপাচারকারীদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।”

আরও পড়ুন