মার্চ ১৫, ২০২৫

শনিবার ১৫ মার্চ, ২০২৫

কুমিল্লা সীমান্তে প্রায় ৩৫ লাখ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ

Huge amount of Indian fireworks worth Tk 3.5 million seized from Comilla border
ছবি: সংগৃহীত

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া সীমান্ত এলাকা থেকে ৩৪ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় কিং কোবরা বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ বিবির বাজার বিওপির কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে বিজিবির পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৪৪ হাজার ৯৪০ পিস কিং কোবরা বাজি জব্দ করে। পরে জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, ‘সীমান্ত অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালানকারীরা নতুন কৌশল ব্যবহার করলেও আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল ব্যবস্থা তা প্রতিহত করতে সক্ষম। সম্প্রতি কুমিল্লা সীমান্তে চোরাচালানের ঘটনা বেড়ে যাওয়ায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।’