শুক্রবার ২৪ অক্টোবর, ২০২৫

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় শাড়ী, থ্রি-পিস ও চশমা জব্দ করল বিজিবি

রাইজিং ডেস্ক

Rising Cumilla -BGB seizes Indian sarees, three-pieces and glasses worth crores at Comilla border
কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় শাড়ী, থ্রি-পিস ও চশমা জব্দ করল বিজিবিছবি: বিজিবির সৌজন্যে

কুমিল্লায় বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, “জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ উন্নতমানের ভারতীয় শাড়ী ও থ্রি-পিস, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা। এছাড়াও রয়েছে ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিপুল সংখ্যক ভারতীয় চশমা। সব মিলিয়ে জব্দকৃত অবৈধ মালামালের বাজার মূল্য প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা।”

এ প্রসঙ্গে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি নিরলসভাবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। এর ধারাবাহিকতায় এসব অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।”

আরও পড়ুন