বুধবার ৫ নভেম্বর, ২০২৫

কুমিল্লা-সিলেট মহাসড়কে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন প্রবাসী

রাইজিং কুমিল্লা অনলাইন

কুমিল্লা-সিলেট মহাসড়কে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন প্রবাসী/ছবি: সংগৃহীত

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলায় লরির চাকায় পিষ্ট হয়ে মো. নাজমুল হাসান (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী প্রবাসী নিহত হয়েছেন।

আজ রোববার বিকেলে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাজমুল হাসান জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে মো. নাজমুল হাসান তার মোটরসাইকেল চালিয়ে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় নাজমুল হাসান মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং দুর্ভাগ্যবশত তিনি দ্রুতগামী একটি লরি ট্রাকের (চট্ট মেট্রো ঢ-৮১-৩০৩৩) চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ফুফাতো ভাই জানান, নাজমুল হাসান কুয়েত প্রবাসী ছিলেন। প্রায় তিন মাস পূর্বে তিনি দেশে আসেন এবং দেড় মাস পূর্বে বিয়ে করেন। ১৫ দিন পর তাঁর বিদেশ চলে যাওয়ার কথা ছিল। আজ ময়নামতি ক্যান্টনমেন্ট বাজার থেকে একটি টি-শার্ট কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর প্রাণ যায়। তাঁর নব পরিণীতা স্ত্রীর হাতের মেহেদীর রং না মুছতেই তিনি বিধবা হলেন।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, নিহত নাজমুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়ক দুর্ঘটনা সৃষ্টিকারী পিকআপ ভ্যানটি এবং দুর্ঘটনাকবলিত লরি ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন