মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫

কুমিল্লা-সিলেট মহাসড়ক: কংশনগরে বিকল ট্রাক, ভোগান্তি ১০ কিলোমিটার জুড়ে

রাইজিং ডেস্ক

Rising Cumilla - Comilla-Sylhet Highway- Truck breaks down in Kangshnagar, causing suffering for 10 kilometers
কুমিল্লা-সিলেট মহাসড়ক: কংশনগরে বিকল ট্রাক, ভোগান্তি ১০ কিলোমিটার জুড়ে

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কংশনগর এলাকায় একটি পণ্যবাহী ট্রাক বিকল হওয়ায় আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজটের প্রভাবে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ছগুরা এলাকা থেকে বুড়িচং উপজেলার দেবপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে, যার ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ৮টার দিকে সিলেটগামী পণ্যবোঝাই একটি ট্রাক কংশনগর এলাকায় সড়কের মাঝে বিকল হয়ে যায়। মূলত সড়কজুড়ে থাকা খানাখন্দের কারণে এমনিতেই যান চলাচলে ধীরগতি ছিল, তার ওপর ট্রাকটি বিকল হওয়ায় সড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং একপর্যায়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিকল ট্রাকটির পেছনের দুই চাকা খুলে মেরামত করার চেষ্টা করছেন চালক, হেলপার ও স্থানীয় কয়েকজন। পাশে সড়কের ভাঙা অংশ দিয়ে সীমিত পরিসরে কিছু যান চলাচল করলেও, সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে যায়।

বিকল ট্রাকের হেলপার সিরাজ আলী জানান, “কুমিল্লা-সিলেট মহাসড়কের অধিকাংশ এলাকা ভাঙ্গাচোরা। সকালে তেমনই একটি গর্তে চাকা পড়ে গাড়ি বিকল হয়ে যায়।” তিনি আরও জানান, চাকা মেরামতে আরও প্রায় ৩০ মিনিট সময় লাগতে পারে।

সুগন্ধা পরিবহনের বাস চালক জসিম উদ্দিন এই সড়ক নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “এই সড়কটি মানুষের জন্য ভোগান্তির আরেক নাম। ভাঙা রাস্তার কারণে যাত্রীদের কষ্ট হয়, সময়মত গন্তব্য পৌঁছাতে পারি না। এটি শুধু নামেই মহাসড়ক, কাজে নয়।”

মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী বলেন, “কংশনগর বাজার এলাকায় প্রায় সময় যানজটের সৃষ্টি হয়। এই যানজট কংশনগর ছাড়িয়ে দেবিদ্বার পর্যন্ত চলে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, “কংশনগর এলাকায় একটি ট্রাকের চাকা বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের একটি টিম কাজ করছে। রাস্তাটি দুই লেনের হওয়ায় কোনো গাড়ি বিকল হলেই যানজটের সৃষ্টি হয়। ট্রাকটি মেরামত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।”

আরও পড়ুন