নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচন: মনোনয়নপত্র কিনেছেন তানিম

Nur Ur Rahman Mahmud Tanim
নূর উর রহমান মাহমুদ তানিম। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে লড়তে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও ভিক্টোরিয়া কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি নূর উর রহমান মাহমুদ তানিম।

গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিনিধির মাধ্যমে তিনি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, কুসিক নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বিতরণ শুরুর দিন থেকে গতকাল বুধবার পর্যন্ত মোট ছয়জন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে লড়তে গতকাল বুধবার বিকেল পর্যন্ত নূর উর রহমান মাহমুদ তানিম ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা সিটির দুইবারের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনিরুল হক সাক্কু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সার।

এছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নগরীর ইসলামপুর এলাকার গাউস মঞ্জিলের বাসিন্দা মাইনুদ্দিন আহমেদ ও নগরীর বিষ্ণুপুর এলাকার মামুনুর রশিদ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে কুমিল্লা সিটিতে দুই লাখ ৪২ হাজার ভোটার রয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসে মনোনয়ন বাছাই ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থিতার আপিল নিষ্পত্তি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।