জুলাই ২, ২০২৫

বুধবার ২ জুলাই, ২০২৫

কুমিল্লা সিটির ফুটপাত ও যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ছবি: সংগৃহীত

নগরীর ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে কুমিল্লা সিটি কর্পোরেশন আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া এই অভিযানে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাথে জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশও অংশ নেয়।

এই অভিযানের নেতৃত্বে ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এবং সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম মজুমদার।

নগরীর গুরুত্বপূর্ণ এলাকা কান্দিরপাড়, রামঘাট, মনোহরপুর এবং রাজগঞ্জ-এ এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও, ফুটপাত ও সড়কে রাখা বিভিন্ন নির্মাণ সামগ্রী অপসারণ করা হয় এবং অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, “জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এবং নগরীর সৌন্দর্য রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

আরও পড়ুন