
আজ শনিবার (১০ জানুয়ারি) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন (পশ্চিম) ইউনিয়নের মজলিশপুর এলাকায় আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে কৃষিজমিতে মাটিকাটার কাজে নিয়োজিত থাকার অভিযোগে অভিযানটি পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুটি ট্রাক্টর ও একটি এস্কেভেটর জব্দ করা হয়। পরে জব্দকৃত যানবাহনগুলো উপজেলা পরিষদের মাঠে নিয়ে আসা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের সদস্যরা এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জমির মালিক জনাব মো. রফিক (৭৫), পিতা—মেহের আলী, ঠিকানা—মজলিশপুর, জোড়কানন পশ্চিম, সদর দক্ষিণকে আবাদযোগ্য কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত যানবাহনগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।









