শুক্রবার ১২ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা রাণীর বাজার মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল বারী আর নেই

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা রাণীর বাজার মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল বারী আর নেই/ছবি: সংগৃহীত

কুমিল্লা রাণীর বাজার মাদরাসার শায়খুল হাদীস, প্রখ্যাত আলেম ও মুরব্বী মাওলানা আব্দুল বারী সাহেব ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়তেই আলেম সমাজ, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দেশের শীর্ষ এই আলেমের মৃত্যুসংবাদে বাংলাদেশের ইসলামি অঙ্গনেও নেমে এসেছে শোকের ঢেউ।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুুপুরে কুমিল্লা মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী এক পোস্টে এ তথ্য নিশ্চিত করে লিখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ও মহব্বতের ব্যক্তিত্ব কুমিল্লা রাণীর বাজার মাদরাসার সিনিয়র উস্তাদ সম্মানিত শায়খুল হাদীস মাওলানা আব্দুল বারী সাহেব ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালে আমরা একজন প্রখ্যাত আলেম ও মুরব্বীকে হারালাম।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবার-পরিজনকে সবর দান করুন। আমীন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হাদীসের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন মাওলানা আব্দুল বারী। দ্বীনি খেদমত, নৈতিকতা ও সৎপথে মানুষকে আহ্বান—তাঁর পুরো জীবন ছিল এর উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য ছাত্র আজ এক মহান মুরব্বী ও দিকনির্দেশক আলেমকে হারিয়ে গভীরভাবে মর্মাহত।

প্রয়াত এই আলেমের জন্য দোয়া করে বলা হয়েছে—আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবার-পরিজনকে যেন ধৈর্য ও সবর ধারণ করার তাওফিক দান করেন। আমীন।

আরও পড়ুন