
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিজিবি-২৫ এবং বিজিবি-৬০ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।
বিজিবি-৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। বর্তমানে জব্দ করা এই পণ্যগুলো কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাব্বার আহমেদ জানান, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকা থেকে তাদের অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় পণ্য আটক করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে: ভারতীয় চকলেট: ২,১৩৭ পিস, কসমেটিকস: ৪১৩ পিস, সিল্ক শাড়ি: ২০ পিস, পাঞ্জাবী: ৩৪৫ পিস, জর্জেট থ্রীপিস: ৯৯ পিস, জিলেট ব্লেড: ৬,০০০ পিস।
জব্দ করা এই চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
 
								
 
								







