
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ‘বিজয়ের কলামযাত্রা’র ফলাফল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। কবিতা,গল্প ও প্রবন্ধ তিন ক্যাটাগরিতে মোট ৯ জন বিজয়ীকে পুরুস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও শাখা উপদেষ্টা মোহাম্মদ রাজীব, কেন্দ্রীয় সম্পাদকীয় পর্ষদ সদস্য নাদিয়া আফরোজ, শাখা সভাপতি আল মাসুম হোসেন, সহ-সভাপতি ইসরাত জাহান সুমাইয়া, সাধারণ সম্পাদক মো. সাইদুল হাসান, সাংগঠনিক সম্পাদক তাহমিদ, সহ-সাংগঠনিক সম্পাদক তামিম মিয়,দপ্তর সম্পাদক ফারহা খানমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
‘বিজয়ের কলমযাত্রা’ প্রতিযোগিতায় কবিতায় নিবিড় আহমেদ গল্প প্রথম হয়েছেন। তিনি বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ শিক্ষার্থী।
এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নাজিফা দ্বিতীয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জয় চন্দ্র মহন্ত তৃতীয় হয়েছেন।
গল্প লেখায় প্রথম হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী তামিম মিয়া, দ্বিতীয় হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সুমাইয়া সুলতানা এবং তৃতীয় হয়েছেন নোয়াখালীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামিয়া ইসলাম।
এছাড়াও প্রবন্ধে প্রথম হয়েছেন মো. জিহাদুল ইসলাম জিহাদ। তিনি ঢাকার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী। এতে দ্বিতীয় হয়েছেন আমানুর রহমান। তিনি ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী এবং তৃতীয় হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রিমেল।








