নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নবীন বরণ ও বারবিকিউ অনুষ্ঠিত

Cumilla University held Bangladesh Young Column Writers Forum freshman reception and barbeque
কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের নবীন বরণ ও বারবিকিউ অনুষ্ঠিত | ছবি: কুবি প্রতিনিধি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নবীন বরণ ও বারবিকিউ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ নেওয়া হয় এবং নবীন সদস্যদের উদ্দেশ্য লেখালেখির বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টাবৃন্দ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৮ টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আরম্ভ হয় এবং রাত ১০ টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

ইমরান হোসাইনের সভাপতিত্বে এবং মোহাম্মদ রাজীবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মোসাদ্দেক-উল-ইসলাম-ইসলাম ( বিদ্যুৎ), বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং একই সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু উপস্থিত ছিলেন। তারা সবাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা হিসেবে রয়েছেন। এছাড়াও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ১ম কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক ও ফার্মেসী বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ রাসেল, ২য় কার্যনির্বাহী কমিটির সভাপতি ইকবাল হাসান, ৩য় কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু জাফরসহ বর্তমান কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবি: কুবি প্রতিনিধি

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী পাবেল রানা বলেন, যদিও আমি ১৪তম ব্যাচের শিক্ষার্থী, দেড়িতে হলেও লেখক ফোরামে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি ফোরামের সাথে একনিষ্ঠভাবে কাজ করে যেতে চাই। গতানুগতিক ধারার বাহিরের সংগঠন হিসেবে সারা বাংলাদেশে ইতোমধ্যে এ সংগঠনের সুনাম রয়েছে। আশা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও এর ব্যতিক্রম হবে না। আপনারা সবাই বেশ মিশুক সুলভ। যা সদস্য ও সংগঠন দুই এর জন্যই ভালো দিক। আমি অনেক দিন ধরে লিখালিখির চেষ্টা করছি। আশা করি আপনাদের সংস্পর্শে নিজেকে আরো শানিত করতে পারবো। আপনারা মাসিক অথবা পাক্ষিক পাঠ চক্রের আয়োজন করতে পারেন । এতে করে আমাদের মনের ভাবনা এবং লেখালেখির বিষয়ে বিস্তর আলোচনা করা যাবে।

ছবি: কুবি প্রতিনিধি

ফার্মেসি বিভাগের ১৭ তম আবর্তনের শিক্ষার্থী রাবেয়া আক্তার বলেন, আজকের নবীন বরণ অনুষ্ঠানটি অনেক ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে সংগঠনের শ্রদ্ধেয় উপদেষ্টাদের গাইডলাইনগুলো। কলমের কালিও মাধ্যমে মনের অব্যক্ত কথাগুলো বলে দিতে পারে। বিন্দু বিন্দু করে শব্দের সাথে মিশে ছড়িয়ে দিতে পারে আমাদের সুপ্ত সৃজনশীলতাকে মানুষের কাছে। আমি এই শিক্ষাটি উপলব্ধি করতে পেরেছি।

উল্লেখ্য, এ বছর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এসময় উপদেষ্টাবৃন্দ ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোঃ শফিকুল ইসলাম এবং হীরক হাসান হীরার হাতে পুরস্কার তুলে দেন।