![](https://i0.wp.com/risingcumilla.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?w=800&ssl=1)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম ৫ ফেব্রুয়ারি থেকে আগামী ৩ মার্চ পর্যন্ত ছুটিতে থাকবেন। প্রক্টরের ছুটিকালীন সহকারী প্রক্টর ড. নাহিদা বেগম ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনের নির্দেশনা পেয়েছেন।