কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণকৃত ৪৩ ভূমি মালিককে ক্ষতিপূরণ প্রদান নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৩, ২০২৩ ১:২৩ পিএম ৪৩ ভূমি মালিককে ক্ষতিপূরণ প্রদান। ছবি: সংগৃহীত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণকৃত ৪৩ জন ভূমি মালিকের নিকট স্পটে গিয়ে ক্ষতিপূরণের এলএ চেক প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৩ নভেম্বর) এই চেক প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মু: মুশফিকুর রহমান।