নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের জিএস সাইফুল, এজিএস শাহীন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের জিএস সাইফুল, এজিএস শাহীন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের জিএস সাইফুল, এজিএস শাহীন। ছবি: কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের সহযোগী সংগঠন পাবলিক এডমিনিসষ্ট্রেশন অ্যাসোসিয়েশনের (PAA)  আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

এতে জিএস পদে নির্বাচিত হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো: সাইফুল ইসলাম এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের মো: শাহীন আলম। নব গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন  অধ্যাপক ড. মাসুদা কামাল এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রভাষক মো: হাসান শাহরিয়ার।

আজ  মঙ্গলবার  (২৬ ডিসেম্বর) বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিভাগের সহযোগী অধ্যাপক মো: জিয়া উদ্দিন।

এর আগে  সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত বিভাগে চলে এ ভোট গ্রহন। এতে ৭ টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পদগুলো হল সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য। এ সাতটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেন ১৪ জন প্রার্থী।

এদিকে সাংগঠনিক সম্পাদক পদে  মোরসালিন,  কোষাধ্যক্ষ পদে  হাসিবুল ইসলাম ভূঞাঁ(সবুজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে  সাথী আকতার ও মো: মামুন নির্বাচিত হয়েছেন। আসিম করিম আনন্দ, রুবাইয়া মনিরা, মো: আশিকুর রহমান, নুর মোহাম্মদ সোহান ও মুনিয়া আফরোজ কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।