সোমবার ১৮ আগস্ট, ২০২৫

কুমিল্লা বার্ড-এর আগামী এক বছরের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা বার্ড-এর আগামী এক বছরের পরিকল্পনা/ছবি: প্রতিনিধি

দেশের গ্রামীণ উন্নয়নের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ৫৮তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে। সম্মেলনে বার্ডের আগামী এক বছরের কর্মপরিকল্পনা এবং বিভিন্ন প্রায়োগিক কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সাইফ উদ্দিন আহমেদ। তিনি তার বক্তৃতায় বার্ডের গৌরবোজ্জ্বল অতীত এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, “বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” আধুনিক কৃষি বিপ্লবে বার্ড অতীতের মতোই নেতৃত্ব দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশের সার্বিক উন্নয়নের জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সরকারের বিভিন্ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী অর্থবছরে বার্ড আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে মোট ৯১টি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করবে। একইসাথে, ১৯টি নতুন গবেষণা কার্যক্রম এবং নিজস্ব রাজস্ব বাজেটের অধীনে ১৬টি প্রায়োগিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা এবং আগামী বছরের জন্য কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে বার্ডের কার্যক্রম নিয়ে মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।

৫৮তম পরিকল্পনা সম্মেলনের আহ্বায়কের দায়িত্বে ছিলেন ড. মোঃ মিজানুর রহমান, পরিচালক (গবেষণা)। সম্মেলন সমন্বয়কের দায়িত্ব পালন করেন জনাব আবদুল্লাহ আল মামুন, পরিচালক (প্রশিক্ষণ)। এছাড়াও, জনাব অসীম কুমার সরকার, উপপরিচালক এবং কাজী ফয়েজ আহমেদ, সহকারী পরিচালক যথাক্রমে সহযোগী ও সহকারী আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন