কুমিল্লা নগরীর জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। দোকানপাট খুলছে। শহরতলিতে গণপরিবহন চলাচল করছে। তবে সড়কে ট্রাফিক পুলিশ নেই। তাই সুশৃংখলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এইদিন দুপর ১টায় সরেজমিনে দেখা যায়, তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক বিশেষ করে কান্দিরপাড়, শাসনগাছা বাস স্ট্যান্ড, রাজগঞ্জ, পুলিশ লাইন রোড়, রানীর বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কে দাঁড়িয়ে থেকে দায়িত্ব পালন করছেন। যানবাহন চালকদের করজোর মিনতি করে ট্রাফিক আইন মেনে চলাচলের অনুরোধ জানান।
এছাড়া দেখা গেছে, ট্রাফিকের দায়িত্ব পালনের পাশাপাশি করছে রাস্তা পরিষ্কারও। যেখানে শিক্ষার্থীদের সাথে জনতার অংশ গ্রহণও দেখা গেছে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েকদিনের সহিংসতায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। সোমবার (৫ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে আগুনের ঘটনায় পুলিশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (৬ আগস্ট) কুমিল্লাসহ বিভিন্ন জেলায় রাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি।
এসময় সেনাবাহিনীর সদস্য ও শিক্ষার্থীরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ি নিয়ন্ত্রণ করছেন।