রাত পোহালেই মুসলমান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। বরাবরের মতো এবারও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ঈদুল আজহার প্রধান জামাত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়। তবে আবহাওয়া বৈরী থাকলে ঈদগাহের পাশের জিমনেসিয়ামে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে।
এর আগে রবিবার (৯ জুন) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ঈদুল আযহার সার্বিক প্রস্তুতি ও করনীয় সম্পর্কিত বিষয়ক এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় জানানো হয়েছে, কোরবানির বর্জ্য নিষ্কাশনের জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্থায়ী ও আউটসোর্সিং মিলে প্রায় চারশত শ্রমিক কাজ করবে। ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য সরিয়ে নেওয়ার জন্য ৩৮টি গাড়ী থাকবে।
আরও জানানো হয়েছে, কাউন্সিলরদের মাধ্যমে ২৪ হাজার ব্যাগ বিতরণ করা হবে যেন নগরবাসী তাদের কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করতে পারেন।
কুমিল্লা শহরের অন্যান্য মসজিদে ঈদের জামাতের সময় ও তালিকা:
০১. পুলিশ লাইন জামে মসজিদ (সকাল ৭.৩০ মিনিটে)
০২. রেইসকোর্স সুন্নিয়া জামে মসজিদ (সকাল ৭.৩০ মিনিটে)
০৩. কেন্দ্রীয় কারাগার ঈদগাহ (সকাল ৭.৩০ মিনিটে)
০৪. বাগিচাগাঁও বড় মসজিদ (সকাল ৭.৩০ মিনিটে)
০৫. অশোকতলা জামে মসজিদ (সকাল ৮.০০ ঘটিকায়)
০৬.ঝাউতলা বাবুস সালাম বায়তুল আরাফ জামে মসজিদ (সকাল ৭.০০ঘটিকায়)
০৭. ঝাউতলা কেন্দ্রীয় জামে মসজিদ (সকাল ৭.১৫ ঘটিকায়)
0৮. কাসেমুল উলুম মাদ্রাসা (সকাল ৭.৩০ মিনিটে)
০৯. কাপ্তানবাজার কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদ (সকাল ৮.০০ ঘটিকায়)
১০. কাপ্তান বাজার পাক্কার মাথা ঈদগাহ ও জামে মসজিদ (সকাল ৮.০০ ঘটিকায়)
১১. কাপ্তান বাজার ভাটার পুকুরপাড় রাওজাতুল জান্নাহ্ জামে মসজিদ (সকাল ৮.০০ ঘটিকায়)
১২. কুমিল্লা কেন্দ্ৰীয় ঈদগাহ (সকাল ৮.০০ ঘটিকায়)
১৩. মুনসেফবাড়ি জামে মসজিদ (সকাল ৮.০০ ঘটিকায়)
১৪. গাংচর ফেরীঘাট ঈদগাহ (সকাল ৮.০০ ঘটিকায়)
১৫. কালিয়াজুরী বড় মসজিদ সকাল ৮.০০ ঘটিকায়)
১৬. জানু মিয়া জামে মসজিদ (সকাল ৮.০০ ঘটিকায়)
১৭. মুন্সীবাড়ি জামে মসজিদ (সকাল ৮.০০ ঘটিকায়)
১৮. সার্ভে ইনস্টিটিউট জামে মসজিদ (সকাল ৭.৩০ ঘটিকায়)
১৯. আড়াইওড়া শাহী ঈদগাহ (সকাল ৮.৩০ ঘটিকায়)
২০. দূর্গাপুর দিঘিরপাড় ঈদগাহ (সকাল ৮.০০ ঘটিকায়)
২১. রানীর বাজার জামে মসজিদ (সকাল ৭.৩০ ঘটিকায়)
২২. শুভপুর শাহী ঈদগাহ ময়দান (সকাল ৮.০০ ঘটিকায়)
২৩. দারোগা বাড়ী জামে মসজিদ (সকাল ৮.৩০ ঘটিকায়)
২৪. ছোটরা মোহাম্মদ আলী ঈদগাহ (সকাল ৮.৩০ ঘটিকায়)
২৫. শাহসুজা জামে মসজিদ (সকাল ৮.০০ ঘটিকায়)
কুমিল্লা তথ্য অফিস সূত্রে জানা গেছে, “ঈদের প্রধান জামাত হওয়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ঈদের নামাজে অংশ নেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা জজ, মেয়র, উপজেলা চোয়ারম্যানসহ সমাজের সব পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। কুমিল্লা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে লাখ খানেক মুসল্লির জন্য প্রস্তুত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ।”