কমিটি বিলুপ্তির ১ মাস পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিটিতে যারা আছেন- আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, যুগ্ম আহ্বায়ক, সৈয়দ জাহাঙ্গীর আলম, আমিরুজ্জামান আমির, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও মহানগর বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমিরুজ্জামান আমির।।
এর আগে সকালে আরও ৯ জেলায় নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম, নাটোর, সিরাজগঞ্জ, বান্দরবান, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ জেলায় আংশিক আহ্বায়ক কমিটি এবং মেহেরপুর জেলায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলটি।