রবিবার ৭ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা জেলা পুলিশের সকল বদলি হওয়া ওসিদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Farewell reception for all transferred OCs of Comilla District Police
কুমিল্লা জেলা পুলিশের সকল বদলি হওয়া ওসিদের বিদায় সংবর্ধনা

কুমিল্লা জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) দের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) পুলিশ সুপার, কুমিল্লা-এর সরকারি বাসভবনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জবৃন্দের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হয়েছে।”

তিনি বিদায়ী ওসিদের আগামীর কর্মস্থলে সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ এবং জেলা পুলিশের সহযােগিতা ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুমিল্লা জনাব রাশেদুল হক চৌধুরী।

পরিশেষে পুলিশ সুপার মহোদয় কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জগণের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল)।

এছাড়াও উপস্থিত ছিলেন সকল সহকারী পুলিশ সুপারবৃন্দ, থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন