কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১শে মার্চ) বিকাল চারটায় বিজ্ঞান অনুষদের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় অতিথিবৃন্দরা বিশ্ববিদ্যালয়ের ১৬তম ও ১৭তম আর্বতনের শিক্ষার্থীদের ফুল ও বই দিয়ে বরণ করেন । ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আরিফুল ইসলাম পিপিএম (বার) এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি নবীন শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া হয়।
এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সভাপতি ইকরাম হোসেন এবং সাধারণ সম্পাদক রবি চন্দ্র দাস।
অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি, কুমিল্লার সভাপতি প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক মো.আলম উপস্থিত ছিলেন। এছাড়াও কুমিল্লার অতিরিক্ত জেলা জজ মো.জাহাঙ্গীর, বাংলা বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান এবং প্রফেসর ডা. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনায় প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার মাধ্যমে আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করি। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য কী সেটা আমাদের এখন নির্ধারণ করতে হবে। সেজন্য এই সময়টাকে আমাদের নিজেদের,পরিবারের কথা চিন্তা করতে হবে।
আমরা যদি বড় কোন কিছু দিয়ে শুরু করতে যাই তাহলে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছোট কিছু দিয়ে শুরু করা উচিত। তবেই সফলতা আসবে।এখানে আমরা যারা আছি সবাই এই সংগঠনকে পরিবার মনে করবো। আমরা যেন কোনো বিবাদে না জড়াই। মনে রাখবো একতাই শক্তি। আমরা সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করবো।
অধ্যাপক ড.মুহাম্মদ শামসুজ্জামান মিলকী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে আপনারা কখনোই কিশোরগঞ্জের সুনাম ক্ষুণ্ন করবেন না। সবসময় কিশোরগঞ্জের সুনাম ধরে রাখবেন।
গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান বলেন, এবছর নবীন শিক্ষার্থীদের হাতে ফুল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দেওয়ার মাধ্যমে ৪৫ জন নবীন শিক্ষার্থীদের বরণ করি। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রায় ২৫ জন এতিমদের জন্য ইফতার আয়োজন করি।
তিনি আরও বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে সবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পড়া উচিত। আমাদের উচিত বঙ্গবন্ধুর জীবন ও কর্ম হৃদয়ে ধারণ করা এবং তা আমাদের কর্মের মাধ্যমে প্রতিফলন ঘটানো । তাহলেই একটি স্মার্ট সোনার বাংলা গঠন করা সম্ভব হবে। আমি সবাইকে অনুরোধ করবো সবাই বইটি পড়বেন। পাশাপাশি প্রতিটি কাজে গরীব ও অসহায়দের পাশে থেকে আমরা যেন মানবিক মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারি। অনুষ্ঠানে আমন্ত্রিত সবাইকে ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি মোঃ আরিফুল ইসলাম পিপিএম (বার) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) গোয়েন্দা- উত্তরা বিভাগ,ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইগুলো উপহার দেওয়ার জন্য।
উল্লেখ্য, সংগঠনটি প্রথমবারের মতো এতিম শিশুদের নিয়ে ইফতার আয়োজন করে। এসময় বিশ্ববিদ্যালয়ের ১৫ তম আবর্তন শিক্ষার্থী তানভীর আহমেদ সাজন এবং আশা আক্তার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সবশেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ইকরাম হোসেন।