নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

কুবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন ‘টিম কার্গসমেরিন’

wins Hult Prize on Cumilla University
ছবি: কুবি প্রতিনিধি

শিক্ষার্থীদের নোবেল পুরস্কারখ্যাত আন্তর্জাতিক হাল্ট প্রাইজ প্রতিযোগিতার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম কার্গসমেরিন’। এদিকে ‘টিম পাইওনিয়ার’ প্রথম রানার আপ এবং ‘টিম কাচ্চি’ দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়াম এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাস রাউন্ডের ফাইনালে মোট দশগুলো হলো , ‘ডায়নামিক মার্কেটারস, টিম কার্গসমেরিন, টিম এমিবা , টিম কাচ্চি , টিম শতরঞ্জি, স্পার্ক ব্লেজ , টিম এন্ত্রপলজি, টিম অরবিট, এপেক্সালি ইনোভেটরস ও টিম পাইওনিয়ার।’

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- হালিমা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর, প্রাণ-আর এফ এল এর ডিজিটাল মিডিয়া এবং প্ল্যানিং স্ট্র‍্যাটেজিক বিভাগের সহযোগী ব্যবস্থাপক সাকিফ আমজাদ আল হক, কোকাকোলার কমার্শিয়াল হেড স্ট্র‍্যাটেজিক বিজনেস পার্টনার ইয়াসিন সোহাগ, আব্দুল মোমেন বেভারেজ লিমিটেডের মার্কেটিং প্রধান তন্ময় দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, টু-সেন্ট পডকাস্ট এর সহযোগী হোস্ট সাজ্জাদ হোসেন, স্ট্রিমিং প্লাটফর্ম ‘চরকি’-র প্রধান নির্বাহী ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা রেদোয়ান রনি, ফ্রিল্যান্সার ও এমজি মিডিয়ার প্রধান নির্বাহী নাফিস মাহাদি নীল এবং ফর্বস-‘থার্টি আন্ডার থার্টি’ তালিকাভুক্ত শাহ রাফায়েত চৌধুরি।

এছাড়াও হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রামের অ্যাডভাইসর ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবদুল মাজেদ পাটোয়ারী , ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহিদ হাসান এবং মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদ উপস্থিত ছিলেন।

‘হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর ক্যাম্পাস ডিরেক্টর সুমাইয়া কবির বলেন, প্রত্যেকবারের মতো এই মুহুর্তটাও অনেক বেশি ইমোশনাল ছিল। আমাদের এতবড় একটা স্বপ্ন ছিল। আমি প্রথম থেকেই অনেক বেশি শুনেছি হাল্ট এতবড় লেভেলে করা যায় না, এইভাবে হয় না। তারপরও আমরা এতবড় পরিসরে প্রোগ্রাম শেষ করতে পেরেছি। এজন্য আমি পুরো টিমকে ধন্যবাদ দিবো।

সবশেষে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন দলকে পনেরো হাজার, ১ম রানার আপ দলকে দশ হাজার এবং ২য় রানার আপ দলকে পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।