কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো শুরু হয়েছে ইংরেজি সপ্তাহ-২০২৩। ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন লিবারেল মাইন্ডসের আয়োজনে রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি র্যালির আয়োজন করা হয় যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কেক কাটা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড বনানী বিশ্বাস, বিভাগের সহযোগী সংগঠন লিবারেল মাইন্ডসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, ইংরেজি সপ্তাহের কনভেনর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, বিভাগের ছাত্র উপদেষ্টা প্রভাষক কাজী ফাখেরা নওশীন, প্রভাষক তারিন বিনতে এনাম, প্রভাষক সাহিদা আফরিন, লিবারেল মাইন্ডসের সভাপতি আনোয়ার আজম, সহ-সভাপতি মোজ্জাম্মেল হোসাইন আবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন মিয়াসহ বিভাগের বিভিন্ন ব্যাচের প্রায় দু’শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৫তম আবর্তনের শিক্ষার্থী আহছানা তানয়ীম আরিনা প্রথমবারের মতো ইংরেজি সপ্তাহ পেয়ে উচ্ছ্বাসে আবেগাপ্লুত হয়ে বলেন, শরৎ এর আগমনে প্রথমবারের মত ইংরেজি বিভাগে এক মহাসপ্তাহের আয়োজন করা হচ্ছে।
১৫তম আবর্তনের শিক্ষার্থী হিসেবে দেড় বছর ধরে আশাবাদী ছিলাম ইংরেজি সপ্তাহ কবে হবে,কখন হবে ইত্যাদি। এরই সূত্র ধরে বিভাগে আজ থেকে কত শত জমকালো খেলাধুলা (ইনডোর-আউটডোর), সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
উইককে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন কাজকর্মে নিজেকে ব্যস্ত রেখেছিলাম যার অনুভূতি সত্যি অন্যরকম। উপাচার্য স্যারসহ বিভাগের বিভিন্ন শিক্ষকদের সাথে নিয়ে র্যালি, কেক কাটার মাধ্যমে আমাদের এ মহাসপ্তাহের উদ্বোধন করেন। নানা রং-বেরং এর পরিচ্ছদ বিভাগের চারপাশকে বিমোহিত করে রেখেছে। আগামী ১৯ সেপ্টেম্বর, আমাদের বিভাগের মহাসপ্তাহের প্রধান চমক। ঐদিন আমাদের বিভাগের বহুদিনের প্রত্যাশিত বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হবে।
সেখানে আমিও একজন পার্টিসিপেন্ট হিসেবে আশা করছি, বিভাগের সকল শিক্ষার্থীরা একটি সুন্দর, মনোমুগ্ধকর ও প্রাণবন্তকর একটি প্রোগ্রাম উপহার দিবে। সবশেষে বলতেই যে, জয় হোক ইংরেজি মহাসপ্তাহের, জয় হোক।
প্রসঙ্গত, সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকছে বিভিন্ন ধরনের খেলাধুলা, নাচ, গান, নবীনবরণ ও বিদায়সহ নানা আয়োজন। এসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই জাঁকজমকপূর্ণ ইংরেজি সপ্তাহের।