কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক ছাত্রসংগঠন ‘নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ এর আগামী এক বছরের জন্য চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মুশফিকুর রহমানকে সভাপতি এবং একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ জাফরুল হাসান লিসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। যা
সোমবার (৬ নভেম্বর) সংগঠনের বিগত কমিটির সভাপতি কামাল হোসেন জয় ও সাধারণ সম্পাদক সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নবগঠিত এ কমিটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির উপদেষ্টা হিসেবে রয়েছেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জুনিয়র সহকারী ব্যবস্থাপক শাহীন আহমেদ, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহিদ হাসান, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া জাহান আনিকা উপদেষ্টা হিসেবে রয়েছেন।
এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে তানভীর আহম্মেদ, কাউসার মাহমুদ, তানভীর আহম্মেদ ফয়সাল, মোঃ কবির হোসেন, কামাল হোসেন জয় ও সোহেল রানা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়াও মোঃ মোস্তফা আল-আমিন, ফাতেমা-তুজ জোহরা মীম, মোঃ সোহাগ আহমেদ, মাহির ফয়সাল এবং উম্মে হাবিবা শান্তাকে সহ-সভাপতি এবং মোঃ জহিরুল ইসলাম হিমেল, রাজিব ফরাজি, আমিনুল ইসলাম, মোঃ ওমর মিয়া, মিথিলা আক্তার, রনি এবং সিনথিয়া আক্তারকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন।
সাংগঠনিক সম্পাদক পদে সাইদুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক পদে শিশির নন্দী, অর্থ সম্পাদক পদে তানজিনা ইসলাম মুক্তা, প্রচার সম্পাদক পদে মুনতাছির মামুন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে হাসিব হাসান, সহ-সম্পাদক পদে জহিরুল ইসলাম জয়, আকিব হাসান, জান্নাতুল ফেরদৌস, মাইমুনা রহমান, গাজি আল আমিন, ইব্রাহিম তামিম, মেহেদি হাসান, ইমন হোসাইন, মন্দিরা দাস, রায়হান চৌধুরী, পিয়াস রঞ্জন বিশ্বাস, ওমর ফারুক, আফরোজা জামান, অহনা সুমাইয়া ও আসমা উল হুসনা দায়িত্ব পালন করবেন।
এছাড়াও নাজিম সাফিউল্লাহ, রিমি, শামিম ওম্মান, তাছলিমা আক্তার, সিফাত তাজরীমিন হিয়া, সিয়াম হোসেন, সাজিয়া সুলতানা, রাতুল হোসেন, সোহেল, নাদিয়া এবং শীলা কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন।