রবিবার ২০ জুলাই, ২০২৫

কাভার্ডভ্যান উল্টে কুমিল্লা-সিলেট মহাসড়কে যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে মডেল মসজিদ এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কুমিল্লা-সিলেট-ব্রাহ্মণবাড়িয়া সড়কের উভয় পাশে প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রোববার (২০ জুলাই) ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা মডেল মসজিদ সংলগ্ন পান্নারপুল এলাকায় সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলা মডেল মসজিদের সামনে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। কাভার্ডভ্যানটি বেশ বড় হওয়ায় দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল দশটা পর্যন্ত হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানটি সড়ক থেকে সরাতে পারেনি।

মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী বলেন, প্রথমে রেকার দিয়ে চেষ্টা করেছি, উদ্ধার করা যায়নি। এখন বড় দুটি ক্রেন আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কাভার্ডভ্যানটি সরানো হবে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

 

 

আরও পড়ুন