সেপ্টেম্বর ১৭, ২০২৪

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর, ২০২৪

করোনায় নতুন করে আক্রান্ত ৩৬ জন

corona vaccine
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩৬ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৪৯ হাজার ১২১ জনে পৌঁছেছে।

আজ শনিবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৬ হাজার ২৪১ জন।

গত ২৪ ঘণ্টায় ৭৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬৩ শতাংশ।

এ পর্যন্ত মোট এক কোটি ৫৬ লাখ ৭৩ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৬৪ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।