মে ৪, ২০২৫

রবিবার ৪ মে, ২০২৫

“ওরা বলত – এ আবার কী! বিয়ে করে ফেলেছিস বলে আমাদের ভুলে যাবি?”

Rising Cumilla - Shahid Kapoor-Mira Rajput
ছবি: সংগৃহীত

বলিউডের চকিত আলোর ঝলকানির মাঝে অভিনেতা শাহিদ কাপুরের ব্যক্তিগত জীবন বরাবরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থেকেছে। একসময়ের বহু চর্চিত প্রেমিকা, বিশেষ করে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার সম্পর্ক ছিল ওপেন সিক্রেট।

তবে সেই অধ্যায়ের সমাপ্তি টেনে ২০১৫ সালে শাহিদ যখন দিল্লির মেয়ে মীরা রাজপুতকে পারিবারিক পছন্দে বিয়ে করেন, তখন অনেকেই চমকে উঠেছিলেন। ১৪ বছরের বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের জুটি ধীরে ধীরে বলিউডের অন্যতম স্থিতিশীল সম্পর্কে পরিণত হয়। আজ তারা দুই সন্তানের গর্বিত বাবা-মা – ২০১৬ সালে মেয়ে মিশা এবং ২০১৮ সালে ছেলে জায়ানের আগমন তাদের সংসারকে পূর্ণতা দিয়েছে।

তবে এই সুখী দাম্পত্য জীবনের শুরুটা মীরার জন্য মসৃণ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা অকপটে জানিয়েছেন, অল্প বয়সে বলিউডের তারকার ঘরনি হয়ে আসার পর প্রথম দিকে তিনি বেশ একা বোধ করতেন। সময়ের সঙ্গে সঙ্গে পুরনো বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি হতে শুরু করে।

মীরা বলেন, “আমি আর আমার বন্ধুরা সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বড় হয়েছি। এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে বিয়ের পর আমি একা হয়ে গিয়েছিলাম। কারণ সেই সময় আমরা জীবনের সম্পূর্ণ ভিন্ন দুটি স্তরে ছিলাম।”

তিনি আরও যোগ করেন, “আমার প্রায়ই মনে হতো, যদি আমিও আমার বন্ধুদের মতো সময় কাটাতে পারতাম!” বিয়ের পর বহু বন্ধুর সঙ্গেই যোগাযোগ ছিন্ন হওয়ার কথা স্বীকার করে মীরা জানান, এর প্রধান কারণ ছিল সময়ের অভাব। খুব অল্প বয়সেই সংসারের গুরুদায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল।

মীরা স্মৃতিচারণ করে বলেন, “আমার মনে হতো, আমার বন্ধুরা হয়তো স্নাতকোত্তর পড়ছে, অথবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে… আর আমি সংসার, সন্তান নিয়ে ব্যস্ত। তবে জীবন সত্যিই বড়োই বিচিত্র।”

বন্ধুদের অনুযোগের কথাও মীরা উল্লেখ করেন। ব্যস্ততার কারণে প্রায়শই বন্ধুদের ফোন ধরা বা তাদের সঙ্গে দেখা করা সম্ভব হতো না। মীরা বলেন, “ওরা বলত – এ আবার কী! বিয়ে করে ফেলেছিস বলে আমাদের ভুলে যাবি?”

তিনি আরও বলেন, “তখন আমি কী বলব! সত্যি বলতে, আমি খুব ব্যস্ত ছিলাম, অনেক দায়িত্বে বাঁধা পড়েছিলাম। হয়তো সেদিন ওরা আমার পরিস্থিতিটা ঠিক বুঝতে পারেনি। তবে ভাগ্যিস, আমাদের বন্ধুত্বটা টিকে গিয়েছিল। এখন ওরা বুঝতে পারে, কারণ ওরাও এখন সংসারী হয়েছে।”

আরও পড়ুন