জানুয়ারি ২০, ২০২৫

সোমবার ২০ জানুয়ারি, ২০২৫

ওটিটির পর্দায় দেখা যাচ্ছে শাকিবের ‘দরদ’

RisingCumilla.Com -Shakib Khan-Sonal Chauhan- Dorod
‘দরদ’ সিনেমার একটি দৃশ্য ও পোস্টার/কোলাজ

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’ গত বছরের ১৫ নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার মুক্তির দুই মাস পরেই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি দেওয়া হয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের সোনাল চৌহান।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে জানায়, ৩৩ টাকায় দেখা যাবে শাকিব খানের ‘দরদ’ সিনেমা। ১৬ জানুয়ারি আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ‘দরদ’।

আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে জানিয়েছে, ‘দুলু মিয়াকে কি শেষ পর্যন্ত আইস্ক্রিনে খুঁজে পাওয়া যাবে? সিনেমাটি দেখতে আইস্ক্রিনে খরচ করতে হবে মাত্র ৩৩ টাকা।’ গত বছরের ১৫ নভেম্বর মুক্তি পায় শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত ‘দরদ’ সিনেমাটি।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হত এটি। তবে এখন পর্যন্ত সিনেমাটি ভারতে মুক্তি পায়নি।

সিনেমার নির্মাতা অনন্য মামুন গণমাধ্যমকে বলেন, ‘ওটিটিতে টাকা পাবো তাই মুক্তি দিয়েছি। টাকাটা মুখ্য। ভারতে মুক্তি পাবে কী পাবে না, সেটি আমাদের দেখার বিষয় নয়।

‘ সেটির দায়িত্ব ভারতীয় টিমের বলেও এই নির্মাতা জানান।’

প্রসঙ্গত, শাকিব খান এখন তার নতুন সিনেমা ‘বরবাদ’-এর শুটিং নিয়ে ব্যস্ত। এটি নির্মাণ করছেন মেহেদী হাসান হৃদয়। ঈদে সিনেমাটি মুক্তি পাবে।