নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

এবি পার্টির নতুন আহ্বায়ক হলেন আব্দুল ওহাব

Rising Cumilla - Abdul Wahab is the new convener of AB party
ছবি : সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নতুন আহ্বায়ক নির্বাচিত হলেন খ্যাতিমান মনোরোগ বিশেষজ্ঞ ও সামাজিক ব্যক্তিত্ব প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

মঙ্গলবার রাতে পার্টির জরুরি ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের (এনইসি) সভায় তাকে আহ্বায়ক নির্বাচিত করা হয়।

আব্দুল ওহাব দেশের একজন শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞ এবং একটি বেসরকারী মেডিক্যাল কলেজের সিনিয়র অধ্যাপক। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা দলের প্রতিষ্ঠাতাদের অন্যতম।

পার্টির জরুরি কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, এম হারুনুর রশীদ, বিএম নাজমুল হক, লে. কর্ণেল (অব.) দিদারুল আলম, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার খান আজম, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা প্রমুখ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এক ফেসবুক পোস্টে ব্যক্তিগত কারণ দেখিয়ে এবি পার্টির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ান অবসরপ্রাপ্ত সচিব ও রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এএফএম সোলায়মান চৌধুরী। এর পরই গণমাধ্যমে এএফএম সোলায়মান চৌধুরী সরকারের গুরুত্বপূর্ণ পদের আমন্ত্রণ পেয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।