মার্চ ৬, ২০২৫

বৃহস্পতিবার ৬ মার্চ, ২০২৫

এবারের ৯৭তম অস্কারে বিজয়ী হলেন যারা

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র জগতের সবচেয়ে জমকালো আসর, ৯৭তম অস্কারে সেরা চলচ্চিত্রের মুকুট ছিনিয়ে নিয়েছে শন বেকারের ‘অ্যানোরা’। শুধু তাই নয়, এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কারও জিতে নিয়েছেন তিনি। পাশাপাশি, ‘অ্যানোরা’র হাত ধরেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো এবারের অস্কার অনুষ্ঠান। বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় শুরু হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান।

এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মাননা অর্জন করেছেন তিনি।

অস্কারের প্রথম পুরস্কারটি জিতে নিয়েছেন আমেরিকান অভিনেতা কিরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন জোয়ি সালডানা। ‘এমিলিয়া পেরেজ’ ছবিতে একজন আইনজীবীর চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

একনজরে ৯৭তম অস্কারের বিজয়ীদের তালিকা:

  • সেরা চলচ্চিত্র: অ্যানোরা
  • সেরা পরিচালক: শন বেকার (অ্যানোরা)
  • সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
  • সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (অ্যানোরা)
  • সেরা পার্শ্ব অভিনেতা: কিরান কালকিন (আ রিয়েল পেইন)
  • সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালডানা (এমিলিয়া পেরেজ)
  • সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানোরা (শন বেকার)
  • সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রগান)
  • সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো
  • সেরা প্রডাকশন ডিজাইন: উইকড
  • সেরা কসটিউম ডিজাইন: উইকড (পল ট্যাজওয়েল)
  • সেরা সিনেমাটোগ্রাফি: দ্য ব্রুটালিস্ট
  • সেরা ফিল্ম এডিটিং: অ্যানোরা (শন বেকার)
  • সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং: দ্য সাবস্ট্যান্স
  • সেরা সাউন্ড: ডিউন: পার্ট টু
  • সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডিউন: পার্ট টু
  • সেরা অরজিনাল স্কোর: দ্য ব্রুটালিস্ট
  • সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)
  • সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: নো আদার ল্যান্ড
  • সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম: আই অ্যাম স্টিল হেয়ার (ব্রাজিল)
  • সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস
  • সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম: দ্য অনলি গার্ল ইন দ্যা অর্কেস্ট্রা
  • সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: আই অ্যাম নট এ রোবট