জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

এবার জমকালো আয়োজনে জন্মদিন পালন করবেন না পরীমনি

Bangladeshi film actress Pori Moni
বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী পরী মনি। ছবি: সংগৃহীত

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পরীমনির জন্মদিন ২৪ অক্টোবর। প্রতি বছরই নিজের জন্মদিন ধুমধাম করে সবাইকে নিয়ে পালন করে থাকেন তিনি। গতবারও হয়েছিল এমন আয়োজন। কিন্তু এবার আর জমকালো আয়োজনে জন্মদিন পালন করবেন না এ নয়িকা।

বেশ কদিন ধরেই পরীমনির নানা বেশ অসুস্থ। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এই নানাকে নিয়েই প্রতি বছর নিজের জন্মদিন উদযাপন করেন তিনি।

পরীমনি জানান, আমার নানু আমার জন্য কি সেটা সবাই জানেন। তিনি কদিন ধরেই অসুস্থ। তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম।

গণমাধ্যমকে আলোচিত এই নায়িকা বলেন, ‘তবে পরে একদিন সবাইকে নিয়ে উদযাপনের চেষ্টা করবো।’

শুধু নানাই নন, ঢাকাই সিনেমার আলোচিত এ চিত্রনায়িকা নিজেও গেল ক’দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।

এর আগে গত ১২ অক্টোবর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন পরীমণি। তখন তিনি জানিয়েছিলেন, ক’দিন ধরে অসুস্থবোধ করায় হাসপাতালে যান চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেন চিকিৎসক। এরপরই হাসপাতালে ভর্তি হন পরী।

পরীমনি এখন ব্যস্ত রয়েছেন সরকারি অনুদানের ‘ডোডোর গল্প’ সিনেমা নিয়ে। বর্তমানে ইস্কাটনের একটি বাড়িতে এর শুটিং চলছে।