ডিসেম্বর ২৫, ২০২৪

বুধবার ২৫ ডিসেম্বর, ২০২৪

এখনো লাগেজ বন্দি ভক্তদের দেয়া ৫ লাখ চিঠি!

Rising Cumilla - asif
ছবি : সংগৃহীত

বাংলা গানের যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি জন কবিরের সঙ্গে একটি সাক্ষাৎকারে নিজের জীবনের একটি মজার ঘটনা শেয়ার করেছেন এই গায়ক। 

আসিফ আকবর  জানান, এখনো তার কাছে সাতটি লাগেজ ভর্তি ভক্তদের চিঠি রয়েছে। তিনি মজার ছলেই বলেন, ‘চিঠিগুলো যদি গুনতে বসি, কমপক্ষে পাঁচ লাখ তো হবেই!’

তিনি জানান, একবার একটি চিঠি খুলে পড়েছিলেন, আর সেই চিঠির লেখিকার সঙ্গে তার একটি ছোট্ট সংলাপও হয়েছিল। কয়েক বছর পর তিনি জানতে পারেন, সেই চিঠির মালিক এখন দুই সন্তানের মা!

তিনি আরও বলেন, ‘আমি ভাবছিলাম, ওই চিঠির উত্তরের জন্য তিনি হয়তো এখনো অপেক্ষা করছেন! তবে ভক্তদের ভালোবাসার এমন স্মৃতিগুলো আমি জীবনের অন্যতম বড় অর্জন মনে করি।’