ফেব্রুয়ারি ৪, ২০২৫

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি, ২০২৫

এখন থেকে পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

Rising Cumilla - E‑Passport
ছবি: সংগৃহীত

এখন থেকে পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক থাকছে না।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রে।

এর আগে পাসপোর্ট সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

এখন থেকে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনকে মূল ভিত্তি হিসেবে ধরা হবে। এই দুটি সঠিক থাকলে পাসপোর্ট ইস্যুতে কোনো বাধা থাকার কথা নয়। উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।