জুলাই ৪, ২০২৫

শুক্রবার ৪ জুলাই, ২০২৫

একাকিত্বে ভোগছেন চিত্রনায়িকা ববি

Actress Bobby is suffering from loneliness
একাকিত্বে ভোগছেন চিত্রনায়িকা ববি। ছবি: ফেসবুুক

১৮ আগস্ট এই তারকা অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে একাকিত্বে ভোগেন নায়িকা।

ঢাকায় একাই থাকেন ববি। মা ও বোনেরা থাকেন অস্ট্রেলিয়ায়। বিশেষ দিনটিতে পরিবারের কেউ তার পাশে নেই, ভাবতেই যেন মন খারাপ হয় তার। তাই কোনে আয়োজন রাখবে না।তবে ঢাকা বাইরে নাহলে দেশের বাইরে ঘুরতে যাবে।

ববি বলেন, জন্মদিনের এই সময় খুব একা ফিল হয়। কারণ মা ও বোনেরা দেশের বাইরে। তাই আগামীকাল একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে।

ছবিটি নিয়ে ববি বলেন, নতুনদের মধ্যে আদর আজাদের সম্ভাবনা অনেক বেশি। প্রথমবার তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। ভালো অভিনয় করে। সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে আশা করছি।

মুক্তির অপেক্ষায় রয়েছে ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। শিগগিরই শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ সিনেমার কাজ। ববির গল্প ভাবনায় ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির।

আরও পড়ুন