সোমবার ১৪ জুলাই, ২০২৫

একটি মহল বিএনপির সুনাম নষ্ট করতে অপ’প্রচার চালাচ্ছে: এড. এম এ মান্নান

ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সদরে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করেছেন জেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এড. এম এ মান্নান ও তার অনুসারীরা। 
সোমবার বিকালে (১৪-০৭-২৫) নবীনগর সদরের প্রবেশদ্বার হিসেবে খ্যাত মাঝিকাড়া ব্রীজ থেকে শুরু করে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থান, অফিস ও পথচারিদের মাঝে লিফলেট বিতরণ করেন ও ৩১ দফা দাবির গুরুত্ব তোলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম শাহিন, আবুল বাশার, শুক্কুর খান, শামীম আল হাসান, মো. ওবায়দুল্লাহ, উপজেলা তাঁতি দলের সভাপতি মো. ইফতেখার খাঁন মামুন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্র দলের সভাপতি পদ প্রার্থী অনন্ত হিরা, ছাত্র দল নেতা উদয়সহ অন্যান্যরা।
এড. এম এ মান্নান বলেন, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা দাবির গুরুত্ব তোলে ধরতে ও সাধারণ মানুষকে ৩১ দফা দাবি সম্পর্কে অবগত করতে আমরা গণ সংযোগ ও লিফলেট বিতরণ করে যাচ্ছি। ৩১ দফা দাবি আমাদের দেশ ও মানুষের দাবি। এ দাবি আদায়ে বিকল্প নাই। এছাড়া দেশবাসীকেও অনুরোধ করবো, অপ-প্রচারে কান দিবেন না। একটা মহল বিএনপির ক্লিন ইমেজকে নষ্ট করতে চাচ্ছে। আমাদের সংগঠনে কোন দখলবাজ, দুর্নীতিবাজ, অন্যায়কারিদের স্থান নেই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রতিটি পদক্ষেপই আমরা অক্ষরে অক্ষরে পালন করবো।
আরও পড়ুন