
দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা এবং অভিনেতা আয়ুষ্মান খুরানা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘থামা’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করেছে। ছবিটি শুধু বক্স অফিসেই নয়, ম্যাডক হরর কমেডি ইউনিভার্স-এর সম্মিলিত আয়ের ক্ষেত্রেও এক নতুন মাইলফলক ছুঁয়েছে।
যদিও ভারতীয় বক্স অফিসে প্রথম দিনের পর আয় খানিকটা কমেছিল, তবুও ‘থামা’ বিশ্বব্যাপী কালেকশনের নিরিখে ইতোমধ্যে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে এক বিশাল সাফল্য অর্জন করেছে। বিশ্বব্যাপী কালেকশনের দিক থেকে ছবিটি ইতোমধ্যে ১৪০ কোটি টাকারও বেশি আয় করেছে এবং ১৫০ কোটি টাকার দিকে দ্রুত এগিয়ে চলেছে।
গত মঙ্গলবার মুক্তি পাওয়ার পর ‘থামা’র প্রথম দিনের কালেকশন ছিল ২৪ কোটি টাকা, যা এখনও পর্যন্ত ছবিটির সর্বোচ্চ একদিনের আয় হিসেবে বিবেচিত।
তবে, দ্বিতীয় দিন থেকেই আয়ে খানিকটা ছন্দপতন দেখা যায়:
প্রথম দিন: ২৪ কোটি টাকা (সর্বোচ্চ), দ্বিতীয় দিন: ১৮.৬ কোটি টাকা, তৃতীয় দিন: ১৩ কোটি টাকা,চতুর্থ দিন: ১০ কোটি টাকা ও পঞ্চম দিনে আবার খানিকটা বৃদ্ধি দেখা যায়।
মোট আয়ের হিসাবে, ভারতীয় বক্স অফিসে ‘থামা’ এক সপ্তাহে ৯৫.৫৫ কোটি টাকা সংগ্রহ করেছে।
এই সাফল্যের হাত ধরে ‘থামা’ মোট আয়ের দিক থেকে আয়ুষ্মান খুরানার ১২তম ১০০ কোটি আয়ের ছবিতে পরিণত হয়েছে, যা নিঃসন্দেহে অভিনেতার ভক্তদের জন্য এক দারুণ সুখবর।
একই সঙ্গে, এই ছবিটি ম্যাডক হরর কমেডি ইউনিভার্স-এর সম্মিলিত আয়কে ১০০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করতে সাহায্য করেছে। এই ইউনিভার্সের মোট আয়ে ‘থামা’র ৯৫.৫৫ কোটি টাকা যুক্ত হয়ে সম্মিলিত আয় প্রায় ১০২৫ কোটি টাকায় পৌঁছেছে।
ম্যাডক হরর কমেডি ইউনিভার্স-এর অন্যান্য সফল ছবিগুলোর আয় যোগ করে এই বিশাল অঙ্কে পৌঁছানো সম্ভব হয়েছে:
‘স্ত্রী ২’: ৬২৭.৫০ কোটি টাকা, ‘স্ত্রী’: ১২৯.৬৭ কোটি টাকা, ‘মুঞ্জিয়া’: ১০৭ কোটি টাকা, ‘ভেড়িয়া’: ৬৫.৮৪ কোটি টাকা ও ‘থামা’: ৯৫.৫৫ কোটি টাকা।
মোট আয়ের দিক থেকে ‘থামা’ ইতোমধ্যে এর আগে মুক্তিপ্রাপ্ত ‘মুঞ্জিয়া’র (১৩১.২৬ কোটি টাকা) মোট আয়কে ছাড়িয়ে গেলেও, শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ব্লকবাস্টার ছবি ‘স্ত্রী’-এর (১৮০ কোটি টাকা) আয়কে এখনও অতিক্রম করতে পারেনি।










