সোমবার ২৯ সেপ্টেম্বর, ২০২৫

এক ওষুধে ১০০ রোগের চিকিৎসা! কুমিল্লায় প্রতিষ্ঠান বন্ধ, জরিমানা লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

এক ওষুধে ১০০ রোগের চিকিৎসা! কুমিল্লায় প্রতিষ্ঠান বন্ধ, জরিমানা লাখ টাকা/ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণে এক ওষুধে ১০০ রোগের চিকিৎসার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে পদুয়া বাজারের হুমায়ুন প্লাজায় পরিচালিত এক মোবাইল কোর্টে এই দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোবাইল কোর্ট চলাকালে প্রতিষ্ঠানটির কুমিল্লা প্রতিনিধি মো. তোফায়েল মজুমদারকে (যুক্তিখোলাবাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা) জনসাধরণকে প্রতারিত করার অভিযোগে হাতেনাতে ধরা হয়। তিনি একটিমাত্র ওষুধে ১০০ রোগের চিকিৎসার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছিলেন।

এমন প্রতারণার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে, স্বাস্থ্য সেবার নামে এই ধরনের অপচিকিৎসা বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন।

আরও পড়ুন