সোমবার ১৩ অক্টোবর, ২০২৫

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৬ অক্টোবর, যেভাবে জানবেন ফলাফল

নিজস্ব প্রতিবেদক

প্রতীকী ছবি/সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার, অর্থাৎ ১৬ অক্টোবর প্রকাশ করা হবে।

আজ সোমবার (১৩ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল একই দিন সকাল ১০টায় প্রকাশ করা হবে।

ফলাফল জানতে পারবেন যেভাবে:

  • শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে পরীক্ষার্থীরা তাদের সংশ্লিষ্ট বোর্ড এবং প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।
  • নির্ধারিত শর্ট কোড 16222-এ এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

ফল প্রকাশ উপলক্ষে একই দিন সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৬ জুন এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল। দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী চলতি বছর এই পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল। গত ১৯ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হয় এবং ২১ থেকে ৩১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে। আগামী ১৯ অক্টোবর লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে, যার আগেই ফল প্রকাশ করা হচ্ছে।

আরও পড়ুন