ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

উপস্থাপনা করে মঞ্চ মাতাবেন ফেরদৌস-অপু

উপস্থাপনা করে মঞ্চ মাতাবেন ফেরদৌস-অপু
উপস্থাপনা করে মঞ্চ মাতাবেন ফেরদৌস-অপু। ছবি: সংগৃহীত

ঈদকে কেন্দ্র করে টেলিভিশনগুলো বিভিন্ন আয়োজন করে থাকে। দর্শকদের আনন্দ দাওয়ার জন্য। এ বছরও নানা আয়োজন রেখেছে বিটিভি। ঈদে বিটিভির দর্শকপ্রিয় উপস্থাপনা করে মঞ্চ মাতাবেন ফেরদৌস-অপু

ঈদকে কেন্দ্র করে টেলিভিশনগুলো বিভিন্ন আয়োজন করে থাকে। দর্শকদের আনন্দ দাওয়ার জন্য। এ বছরও নানা আয়োজন রেখেছে বিটিভি। ঈদে বিটিভির দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানের একটি ‘আনন্দ মেলা’।থাকবে নানান কিছু।

বিটিভির পক্ষ থেকে জানানো হলো ‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’ থিমকে উপজীব্য করে ঈদের ‘আনন্দ মেলা’ এবারও সেজেছে বর্ণিল আয়োজনে। মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তারের প্রযোজনায় আনন্দ মেলা প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

আনন্দ মেলা উপস্থাপনা নিয়েও প্রতি বছরই থাকে নতুনত্ব্য। বিটিভির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার উপস্থাপনার ভার থাকছে জনপ্রিয় দুই সিনেমার মুখ। চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস এবারেরর আনন্দ মেলা মাতাবেন নাচ, গান, আড্ডা, নাটিকা সবই থাকছে এ পর্বে। কিংবদন্তি চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ।ম্যাগাজিন অনুষ্ঠানের একটি ‘আনন্দ মেলা’।থাকবে নানান কিছু।

বিটিভির পক্ষ থেকে জানানো হলো ‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’ থিমকে উপজীব্য করে ঈদের ‘আনন্দ মেলা’ এবারও সেজেছে বর্ণিল আয়োজনে। মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তারের প্রযোজনায় আনন্দ মেলা প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।