সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

ইসরায়েলের হয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে যেতে চায় বহু ভারতীয়

Flags of India and Israel
ভারত ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নওর গিলন বলেছেন ইসরায়েল-ফিলিস্তিন চলমান পরিস্থিতিতে ইসরায়েলের পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বহু ভারতীয় নাগরিক এবং এর জন্য তিনি আপ্লুত। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে নওর গিলন বলেছেন, ‘আমার কাছে এটা খুবই আশাপ্রদ ঘটনা, খুবই আবেগের ব্যাপার। প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী)-র কাছ থেকে আমরা যে মাত্রার সমর্থন পেয়েছি, সেই শনিবার যখন পুরো চিত্রটাই পরিষ্কার হয় নি। তিনি বিশ্বের প্রথম নেতাদের মধ্যে একজন, যারা খুব স্পষ্ট ভাষায় নিন্দা জানিয়ে টুইট করেছিলেন। এটা আমরা কখনই ভুলব না।’

ইসরায়েল ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে গিলন জানান, দুই দেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও আন্তরিকতাপূর্ণ। অনেক ভারতীয় নাগরিক ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে চাইছে। এটা খুবই সুন্দর দৃশ্য। ইসরায়েল এবং ভারতের এমন সম্পর্ক খুবই ব্যতিক্রম ও গভীর পর্যায়ে রয়েছে।

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ অশ্বিনী কুমার মহাপাত্র বলেন, হামাস নিজেদের লড়াইকে ইসলামের লড়াই হিসাবে তুলে ধরেছে। এজন্য হিন্দুত্ববাদীরা ইসলাম-বিরোধী জায়গা থেকে ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে।

হামাস আর ইসরায়েলের লড়াইতে ভারতীয়রা দুইভাগ হয়ে গেছেন। হিন্দুত্ববাদীরা মুসলিম বিরোধিতার কারণে ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছেন। আবার মুসলমানরা হামাসের পক্ষে দাঁড়িয়েছেন।

হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি বাহিনীর পাল্টা আক্রমণের মধ্যেই মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন। এ সময় তিনি মোদিকে চলমান পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলের অবস্থান ব্যাখ্যা করেন। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে মোদি জানান, ভারতের মানুষ এই কঠিন সময়ে ইসরায়েলকে শক্তভাবে সমর্থন জানায়।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের সদস্যরা গত শনিবার ইসরায়েলে রকেট নিক্ষেপ করে। তাদের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা এরই মধ্যে ১ হাজার ৪০০ ছাড়িয়েছে।

হামাসের হামলার প্রতিবাদে শনিবারই গাজায় বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। তাদের টানা ৯ দিনের বোমা হামলায় ২ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।