বুধবার ৫ নভেম্বর, ২০২৫

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে বড় দুঃসংবাদ

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Big bad news coming for internet users
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে বড় দুঃসংবাদ/ছবি: সংগৃহীত

সোমবার (৩ নভেম্বর) নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের কারণে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ অন্তত ২০ শতাংশ বাড়বে বলে জানিয়েছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইএসপিএবি’র সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এই আশঙ্কার কথা জানান।

আইএসপিএবি সভাপতি স্পষ্ট করে বলেন, নতুন টেলিকম পলিসি কার্যকর হলে গ্রাহকদের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার জন্য অতিরিক্ত ২০ শতাংশ অর্থ খরচ করতে হবে। অর্থাৎ, বর্তমানে ৫০০ টাকার যে সংযোগ গ্রাহকরা নিচ্ছেন, তাতে খরচ বাড়বে ১০০ টাকা এবং এক হাজার টাকার সংযোগে খরচ বাড়বে ২০০ টাকা।

দেশের ইন্টারনেট সংযোগের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমিনুল হাকিম বলেন, “টেলিকম পলিসি সংশোধন না করলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যাবে।”

এই সংকটময় পরিস্থিতি এড়াতে তিনি অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আইএসপিএবি’র পক্ষ থেকে তিনি নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে এই পলিসির বিষয়ে হস্তক্ষেপ করার এবং প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

আরও পড়ুন