ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ৩

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ৩ জন।
ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ৩ জন। ছবি: সংগৃহীত

ইকুয়েডরে সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট একটি কারাগারে মঙ্গলবার ছড়িয়ে পড়া ব্যাপক দাঙ্গায় তিন বন্দী প্রাণ হারিয়েছে। সরকার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এসএনএআই’র বিবৃতিতে বলা হয়, দাঙ্গা ছড়িয়ে পড়ার পর কারাগারের বিভিন্ন এজেন্ট, পুলিশ এবং সামরিক বাহিনী নিরাপত্তা প্রোটোকল সক্রিয় করার মাধ্যমে সেখানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট এ কারাগারে প্রায় ১৫০ জন কয়েদি রাখার ব্যবস্থা রয়েছে। তবে দাঙ্গা ছড়িয়ে পড়ার সময় সেখানে ২৩ জন বন্দি ছিল। আর তাদের অধিকাংশই ছিল মাদক পাচারকারী চক্রের নেতা।

এসএনএআই এজেন্সি জানায়, ইউকুয়েডরের বন্দর নগরী গুয়াকুইলের লা রোকা কারাগারে সর্বশেষ এ দাঙ্গা ছড়িয়ে পড়ে। গুয়াকুইল হচ্ছে বিশ্বব্যাপী মাদক ব্যবসার একটি ক্রমবর্ধমান স্নায়ুকেন্দ্র।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ইকুয়েডরের বেশ কয়েকটি কারাগারে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়তে দেখা যায়। এসব সহিংসতায় প্রায় ৪০০ জন প্রাণ হারায়। এদের অনেককে শিরশ্চেদ করে বা পুড়িয়ে মেরে ফেলা হয়।