মার্চ ১২, ২০২৫

বুধবার ১২ মার্চ, ২০২৫

ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে বেশি পড়ল ভোট, ফল স্থগিত

Union BNP council votes outnumber voters, results postponed
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় এক ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট বেশি! প্রশ্নবিদ্ধ এ ফলাফল স্থগিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল আরজু।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল আরজু বলেন, ভোট গণনা শেষে ব্যালট বাক্সে ভোটারের চেয়ে ব্যালট বেশি পাওয়া যায়। এমন অসঙ্গতি থাকায় ফলাফল স্থগিত করা হয়। তিনি আরও বলেন, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার খোলাহাটি ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল শুরু হয়। এর উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নুরুল আজাদ মন্ডল। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন।

এদিকে দ্বিতীয় অধিবেশনে শুরু হয় কাউন্সিল। কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বর্তমান আহ্বায়ক মো. মোস্তফা কামাল। তবে সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু ভোট শেষে গণনার সময় পাওয়া যায় ৪৮৫ ভোট। যা ভোটারের চেয়ে ২৬টি বেশি। পরে ভোটের এমন অসঙ্গতি দেখা দেয়ায় কাউন্সিলের ফলাফল স্থগিত করা হয়।