আসন্ন বিপিএলের আসরের শুরুতেই প্লেয়ার্স ড্রাফটের হিসাব করলে সেখানেও সবচেয়ে বেশি খরচের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর খরচ সবচেয়ে কম করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এবার দেশি ও বিদেশি খেলোয়াড় মিলিয়ে ড্রাফটে মোট ৩ কোটি ২৯ লাখ টাকা খরচ করেছে নাফিসা কামালের কুমিল্লা। বিদেশি খেলোয়াড়ের পেছনে সবচেয়ে বেশি খরচ করেছে কুমিল্লাই – ১ কোটি ৫৪ লাখ।
বিদেশি খেলোয়াড়ের সংখ্যায়ও অনেক এগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তারা ড্রাফট থেকে মোট ১৩ বিদেশিকে দলে নিয়েছে।
অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ১২ লাখ টাকা খরচ করেছে খুলনা টাইগার্স। তালিকার তিন নম্বরে থাকছে ফরচুন বরিশাল, তারা খরচ করেছে ২ কোটি ৯৬ লাখ টাকা।
অন্যদিকে সবচেয়ে কম খরচ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – ১ কোটি ৭০ লাখ টাকা। তাদের বাইরে ২ কোটির নিচে খরচ করা দল আর নেই। ২ কোটি ১১ লাখ টাকা খরচ করেছে আরেকবার নামের বদল দেখা ঢাকার ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা।