নভেম্বর ১৭, ২০২৪

রবিবার ১৭ নভেম্বর, ২০২৪

আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে থাকছে ৯টি দেশ

9 countries are monitoring the upcoming national elections
ছবি: সংগৃহীত

বাংলাদেশে অনুষ্ঠিতব্য আসন্ন জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে থাকছে ৯টি দেশ। এদের মধ্যে রয়েছে ভারত, চীন, রাশিয়া, শ্রীলঙ্কা, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া এবং ফিলিস্তিন। এছাড়াও আরও কিছু দেশের অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেরী সাবরীন বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত ৯টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। এ দেশগুলো ছাড়াও ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট থেকে পর্যবেক্ষক আসবে।

সেহেলী সাবরীন আরও বলেন, ইইউর একটি এক্সপার্ট মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডেশনের (অনুমতি) জন্য প্রাপ্ত আবেদন পর্যালোচনা করছেন। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন, তা কমিশন কর্তৃক চূড়ান্ত হলে জানা যাবে।