ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

আলিয়া ফিরেছেন কাজে, মেয়ের দেখাশোনার জন্য কাকে বাছলেন রণবীর?

আলিয়া ফিরেছেন কাজে, মেয়ের দেখাশোনার জন্য কাকে বাছলেন রণবীর?
আলিয়া ফিরেছেন কাজে, মেয়ের দেখাশোনার জন্য কাকে বাছলেন রণবীর?। ছবি: সংগৃহীত

তাদের মেয়ে নাম রাহা। মেয়ের বয়স সবে ছয় মাস। এরই মধ্যে কাজে ফিরেছেন মা আলিয়া। তা হলে মেয়ে রাহার দেখাশোনা করবেন কে?

চিন্তায় পড়েছেন বাবা রণবীর কপূর। শেষমেশ মেয়ের দেখাশোনার জন্য লোক ঠিক করে ফেললেন রণবীর। কে সেই তারকা? সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কপূরকে প্রশ্ন করা হয়, কোন তারকাকে নিজের মেয়ের দেখাশোনার দায়িত্ব দেবেন তিনি। বলিউডে তারকাদের মধ্যে শাহরুখ খানকে বাছলেন রণবীর। তিনি বলেন, ‘‘শাহরুখ খানকে কিছুই বিশেষ করতে হবে না। তিনি নিজের হাত খুলে ওই পরিচিত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়লেই রাহা খুশি হয়ে যাবে!’

রণবীর নিজেই শাহরুখের অনুরাগী, এ কথা একাধিক বার স্বীকার করেছেন তিনি। শাহরুখের সঙ্গে খুব ভালো সম্পর্ক আলিয়ারও। তাদের মেয়ে রাহা শাহরুখকে পছন্দ করবে না, সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, দাবি রণবীরের।

আলিয়াকে রকি অউর রানি কি প্রেম কহানি’-র শুটিং থেকে শুরু করে আন্তর্জাতিক পোশাক সংস্থার ফ্যাশন শোতেও দেখা গিয়েছে। এমনকি, চলতি মাসের প্রথম দিকে মেট গালাতেও প্রথম বার পা রেখেছেন আলিয়া।