মার্চ ১২, ২০২৫

বুধবার ১২ মার্চ, ২০২৫

আর্জেন্টিনা থেকে এসেছে আরও ৫২ হাজার টন গম

Rising Cumilla - ship
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা থেকে আমদানি করা আরও ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম বাংলাদেশে এলো। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৩) মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫২ হাজার ৫শ মেট্রিক টন গম নিয়ে এমভি ইন্ডিগো ওমেগা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষা শেষে আজই গম খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।