রবিবার ৭ ডিসেম্বর, ২০২৫

আরও ৩৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Mirza Fakhrul Islam Alamgir
মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও ৩৬টি আসনে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এই প্রার্থীদের নাম প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন তালিকার মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনে প্রার্থী পরিবর্তন আনা হয়েছে। এর আগে গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল।

উল্লেখ্য, বিএনপিতে যোগদানের পরপরই প্রার্থী মনোনয়ন পাওয়া রেজা কিবরিয়ার বিষয়টিও আলোচনায় আসে।

বিএনপি ঘোষিত ৩৬ আসনের প্রার্থীদের তালিকা

আসনপ্রার্থী
ঠাকুরগাঁও-২আব্দুস সালাম
দিনাজপুর-৫এ কে এম কামরুজ্জামান
নওগাঁ-৫জাহিদুল ইসলাম ধলু
নাটোর-৩মো. আনোয়ারুল ইসলাম
সিরাজগঞ্জ-১সেলিম রেজা
যশোর-৫এম ইকবাল হোসেন
নড়াইল-২মো. মনিরুল ইসলাম
খুলনা-১আমির এজাজ খান
পটুয়াখালী-২মো. শহিদুল আলম তালুকদার
বরিশাল-৩জয়নুল আবেদীন
ঝালকাঠি-১রফিকুল ইসলাম জামাল
টাঙ্গাইল-৫সুলতান সালাউদ্দিন টুকু
ময়মনসিংহ-৪মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ
কিশোরগঞ্জ-১মোহাম্মদ মাজহারুল ইসলাম
কিশোরগঞ্জ-৫শেখ মজিবর রহমান ইকবাল
মানিকগঞ্জ-১এস এ জিন্নাহ কবির
মুন্সীগঞ্জ-৩মো. কামরুজ্জামান
ঢাকা-৭হামিদুর রহমান
ঢাকা-৯হাবিবুর রশিদ
ঢাকা-১০শেখ রবিউল আলম
ঢাকা-১৮এস এম জাহাঙ্গীর হোসেন
গাজীপুর-১মো. মজিবুর রহমান
রাজবাড়ী-২মো. হারুন অর রশীদ
ফরিদপুর-১খন্দোকার নাসিরুল ইসলাম
মাদারীপুর-১নাদিরা আক্তার (প্রার্থী পরিবর্তন)
মাদারীপুর-২জাহান্দার আলী খান
সুনামগঞ্জ-২নাসির হোসেন চৌধুরী
সুনামগঞ্জ-৪নুরুল ইসলাম
সিলেট-৪আরিফুল হক চৌধুরী
হবিগঞ্জ-১রেজা কিবরিয়া
কুমিল্লা-২মো. সেলিম ভূঁইয়া
চট্টগ্রাম-৩মোস্তফা কামাল পাশা
চট্টগ্রাম-৬গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
চট্টগ্রাম-৯মোহাম্মদ আবু সুফিয়ান
চট্টগ্রাম-১৫নাজমুল মোস্তফা আমীন
কক্সবাজার-২আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ
আরও পড়ুন