অক্টোবর ১৮, ২০২৪

শুক্রবার ১৮ অক্টোবর, ২০২৪

আমি নিজেই ইলিশ কিনে খেতে পারছি না—বললেন পটুয়াখালীর ডিসি

Rising Cumilla - I cannot buy and eat Hilsa myself - said the DC of Patuakhali
ছবি: সংগৃহীত

আমরা সরকারি কর্মচারীরা যে বেতন পাই তা দিয়ে ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব না। আর আমি নিজেই ইলিশ কিনে খেতে পারছি না। আমি পটুয়াখালী এসে গত এক মাসে একবার ইলিশ মাছ খেতে পেরেছি। ইলিশ মাছের যে দাম তাতে প্রতিদিন ইলিশ খেলে বাকী সময় না খেয়ে থাকতে হবে।

এ কারণে আমাদের ইলিশের উৎপাদন বাড়াতে হবে। তাই অনুগ্রহ করে ইলিশের প্রধান প্রজনন মওসুমের এই সময় কেউ মাছ শিকার করবেন না। যদি এই ২২ দিন মাছ শিকার বন্ধ রাখতে পারি এবং জাটকা নিধন না করি তবেই ইলিশের উৎপাদন বাড়তে এবং ইলিশের দাম কমে আসবে৷ এতে করে ইলিশ মাছ আবারও সাধারণ মানুষ কিনে খেতে পারবে।’

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ বাঁধনহারার হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

এছাড়া পটুয়াখালীর জেলা প্রশাসক আরও বলেন, ‘বাজারদর নিয়ন্ত্রণে সরকার কাজ করছে, পাশাপাশি সাধারণ মানুষকেও কাজ করতে হবে। কৃষিতে আমাদের বিনিয়োগ করতে হবে। উৎপাদন বাড়াতে হবে। একটু সচেতন হলে প্রতিটি পরিবারের প্রয়োজনীয় শাকসবজি বাড়িতেই উৎপাদন করা সম্ভব। শহরের ক্ষেত্রে ছাদ বাগানেও শাক সবজির চাষাবাদ করা যেতে পারে।’