ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

‘আমি থাকব’

আমার বাস হবে প্রতিটি-
পবিত্র আত্মায়,
যেখানে নির্ভাবনারা খেলা করবে।
আমি জড়াবো মাটির- সোঁদা গন্ধে,
যার স্নিগ্ধ ভাব জড়িয়ে আছে আমার সর্বাঙ্গে।
আমার অবস্থান হবে পৈশাচিক আনন্দে – থাকা ক্ষীণ হাহাকারে,
যাতে বুদ হয়ে পিশাচের মন হবে ভারগ্রস্থ।

আমি থাকবো জরাগ্রস্ত –
ওই প্রথম বেঞ্চিটাতেও,
কথিত ভালো ছাত্র হয়ে নয়, ভালো মানুষ হয়ে।
আমাতে টইটুম্বুর হবে-
সৌম্যরসের পেয়ালা,
যা কবি সভায় মহাকবির মনোবাঞ্ছা।

আমি কুণ্ডলী পাকাবো-
হুতাশীর সুখটানে,
যার অন্তরালে থাকবে তীব্র ব্যথার আস্তরন।
আমি চুড় হব ভাংয়ের-
উৎকট নেশায়,
যাতে ক্ষণিকের জন্য পরাস্ত হবে জমাট ক্ষোভগুলো।

আমি থাকব জীবনানন্দের কাব্যহারা-
নির্ঘুম আশংকায়,
আর পদ্যকে রক্ষা করব গদ্যের আগ্রাসন থেকে।
আমি বাস করব পাংশুবর্ণ-
জড়তাগ্রস্ত বৃদ্ধের চোখে,
দৈন্যের প্রভাবে যিনি বেঢপ বুড়িয়ে গেছেন।
আমি বাস করব কৃতদাসের নয়নেভেজা-
ওই সহস্র আকুতিতে,
যাতে ছিল মানুষ্যকুলের প্রতি ধিক্কার।

আমি থাকব বিমর্ষের প্রতিটি –
তপ্ত শ্বাসে,
যাকে অতি যত্নেও গোপন করা যায়নি।
আমার অবস্থান হবে গলির শেষে-
শহরের সবচেয়ে নোংরা ডাস্টবিনে,
যেখানে ধুঁকে ধুঁকে প্রাণ দিয়েছে বহু পথ কুক্কুর।
আমি থাকব নিস্তব্ধ আকাশের-
বিশালতা জুড়ে,
তখনও আশ্চর্য হয়ে তাকিয়ে থাকব তোমার দিকে।

মাশরাফি নাওশীন রাতুল

শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য, বাংলাদেশ তরুণ লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।